৩০ মে বিশ্বকাপ মিশন শুরু হলেও ভারতের যাত্রা ৫ জুন। দ্বাদশ আসরে তাদের প্রথম প্রতিপক্ষ বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ম্যাচে নামার আগে বেশ স্বাছন্দ থাকলেও হুট করে দুঃসংবাদ নেমে এলো ভারত শিবিরে। ডোপ পরীক্ষার জন্য ডেকে নেয়া হয়েছে দলের পেস আক্রমণের নেতা জাসপ্রীত বুমরাহকে।
সোমবার সাউদাম্পটনের রোজবল স্টেডিয়ামে অনুশীলনের সময় বুমরাহকে সন্দেহজনক ওষুধ সেবন করতে দেখেন অ্যান্টি-ডোপ এজেন্সির একজন (ওয়াডা) কর্মকর্তা। এরপরই পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় তাকে।
জানা গেছে, দুই রকম পরীক্ষা করা হবে বুমরাহকে। প্রথমে করা হবে মূত্র পরীক্ষা। এর ৪৫ মিনিট পর নেয়া হবে রক্ত।
বিসিসিআইও নিশ্চিত করেছে যে ডোপ টেস্টের জন্য নেয়া হয়েছে বুমরাহকে। তবে এর বাইরে কোনো ক্রিকেটারকে ডোপ টেস্ট দিতে হয়েছে কিনা সে বিষয়ে মুখ খোলেননি বোর্ডটি।
**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.