পুঁজিবাজারে গতকাল শেয়ার কেনার প্রবণতা বেড়েছে। লেনদেনের শুরু থেকেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার ঝোঁক লক্ষ্য করা যায়। তবে বিক্রির চাপও ছিল। এ কারণে অল্প ব্যবধানে ওঠানামা করলেও সূচকের গতি ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয়েছে। গতকাল বিনিয়োগকারীরা প্রায় সব খাতেই কম বেশি শেয়ার কিনেছেন। তবে ক্ষুদ্র কয়েকটি খাত ব্যতিক্রম ছিল। এসব খাতে বিক্রির প্রবণতা বেশি ছিল। বৃহৎ খাতগুলোতে কেনার প্রবণতা থাকায় লেনদেনে কোনো খাতের একক প্রাধান্য ছিল না। সূচক ও বেশিরভাগ শেয়ারদর বাড়লেও মোট লেনদেন কমেছে। বেড়েছে ৪৯ শতাংশ কোম্পানির শেয়ারদর। কমেছে ৩৫ শতাংশের দর।
গতকাল মোট লেনদেনের ১৪ শতাংশ বা ৫৮ কোটি টাকা লেনদেন হয়ে শীর্ষে উঠে আসে প্রকৌশল খাত। এ খাতে ৭১ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ন্যাশনাল পলিমারের সোয়া ১৪ কোটি টাকা লেনদেনের পাশাপাশি দর বেড়েছে পাঁচ টাকা। রানার অটোমোবাইলের সাড়ে আট কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে দুই টাকা ২০ পয়সা। বিবিএস কেব্লসের সাড়ে আট কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে তিন টাকা। সাড়ে আট শতাংশ বেড়ে সুহƒদ ইন্ডাস্ট্রিজ দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে আসে। ন্যাশনাল পলিমার ও বিডি ল্যাম্পস দর বৃদ্ধিতে অষ্টম ও নবম অবস্থানে ছিল। ১২ শতাংশ করে লেনদেন হয় বস্ত্র, বিমা ও ওষুধ ও রসায়ন খাতে। বস্ত্র খাতে ৪৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। সিলকো ফার্মার দর ছয় শতাংশ বেড়েছে। বিমা খাতে ৬৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। প্রায় ৯ শতাংশ বেড়ে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে। ঢাকা ইন্স্যুরেন্সের দর সাড়ে পাঁচ শতাংশ বেড়েছে। ওষুধ ও রসায়ন খাতে ৬২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। সিলকো ফার্মাসিউটিক্যালস ও গ্লোবাল হেভি কেমিক্যাল দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকায় অবস্থান করে। জেএমআই সিরিঞ্জের ১২ কোটি টাকা লেনদেন হলেও দর কমেছে সাড়ে সাত টাকা। স্কয়ার ফার্মার সাড়ে ১০ কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে তিন টাকা ১০ পয়সা। জ্বালানি ও বিদ্যুৎ খাতে লেনদেন হয় ১১ শতাংশ। এ খাতে ৬৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। লেনদেনের শীর্ষে উঠে আসা ইউনাইটেড পাওয়ারের ৩১ কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে সাড়ে আট টাকা। ব্যাংক খাতের লেনদেন ৯ শতাংশে নেমেছে। দর বেড়েছে মাত্র ৩৬ শতাংশ কোম্পানির। খাদ্য খাতে ৭০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। বঙ্গজের প্রায় সাত কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে ১০ টাকা। টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোনের দর পাঁচ টাকা ও বিএসসিসিএলের দর তিন টাকা ৭০ পয়সা বেড়েছে। তথ্য ও প্রযুক্তি খাতে ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ইনটেক অনলাইনের দর সোয়া ছয় শতাংশ বেড়েছে। পাট খাত শতভাগ ও চামড়া খাতে ৬৬ শতাংশ কোম্পানি দরপতনে ছিল।