গত এক বছরের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে আসা ৭টি কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের উপর বিদ্যমান লক-ইন এর সময় বেড়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ ৮ মে, বুধবার এ বিষয়ে একটি নির্দেশনা (Directive) জারি করেছে। নির্দেশনা অনুসারে, আলোচিত ৭ কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের উপর বিদ্যমান এক বছরের লক-ইন এর মেয়াদ প্রসপেক্টাস অনুমোদনের দিনের পরিবর্তে লেনদেন শুরুর দিন থেকে গণনা করার কথা বলা হয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচিত কোম্পানি ৭টি হচ্ছে-ভিএসএফ থ্রেড ডায়িং লিমিটেড, এমএল ডায়িং লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, এসএস স্টিল লিমিটেড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
প্লেসমেন্ট শেয়ার নিয়ে পুঁজিবাজারে চলমান নৈরাজ্য বন্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) দাবির প্রেক্ষিতে বিএসইসি এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। আগামী দিনে স্পন্সরদের মতো প্লেসমেন্টহোল্ডারদের শেয়ারেও ৩ বছরের লক-ইন আরোপ, প্রসপেক্টাস অনুমোদনের দিনের পরিবর্তে শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার দিন থেকে লক-ইন এর মেয়াদকাল গণনার সিদ্ধান্ত নেয় বিএসইসি। গত ২৯ এপ্রিল স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। এর প্রেক্ষিতে বিদ্যমান আইনে অনুমোদিত আইপিও’র প্লেসমেন্ট শেয়ারের লক-ইনেও পরিবর্তন এনেছে তারা।
বিদ্যমান আইন অনুসারে, আইপিওর প্রসপেক্টাস অনুমোদনের দিন থেকে প্লেসেমেন্ট শেয়ারে প্রযোজ্য এক বছরের লক-ইন এর মেয়াদ গণনা করার কথা। আলোচিত কোম্পানিগুলো এই আইনের আওতায়ই বাজারে এসেছে। কিন্তু স্টেকহোল্ডারদের দাবি ও বিদ্যমান বাজার পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে আইনের শর্তটিতে পরিবর্তন এনেছে বিএসইসি। বিএসইসির সংশ্লিষ্ট নির্দেশনাটিতে বলা হয়েছে,’ আগামী ৯ মে থেকে বিদ্যমান আইনে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে তালিকাভুক্ত সকল কোম্পানির ইস্যু-কৃত শেয়ারের লক-ইন (যা এখনও উন্মুক্ত হয়নি) এর সময় প্রসপেক্টাস ইস্যুর তারিখের পরিবর্তে ট্রেডিং শুরুর তারিখ হইতে গণনা করা হবে’।
ভিএসএফ থ্রেড ডায়িং
প্রসপেক্টাস অনুমোদনের তারিখ বিবেচনায় ভিএসএফ থ্রেড ডায়িং এর প্লেসমেন্ট শেয়ারের লক-ইন এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২৬ মে। কিন্তু সেটি এখন লক-ইন ফ্রি হবে আগামী ৮ সেপ্টেম্বর। কোম্পানিটির লেনদেন শুরু হয়েছিল ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর।
এম এল ডায়িং
এম এল ডায়িং এর লেনদেন শুরু হয় গত বছরের ১৭ সেপ্টেম্বর। এ হিসেবে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার লক-ইন ফ্রি হবে চলতি বছরের ১৬ সেপ্টেম্বর। আগের নিয়মে এই কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের লক-ইন ফ্রি হওয়ার কথা ছিল চলতি বছরের ১১ জুন।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস
প্রসপেক্টাস অনুমোদনের হিসাবে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের প্লেসমেন্ট শেয়ারের উপর থেকে লক-ইন উঠার কথা ছিল চলতি মে মাসের ১২ তারিখ। নতুন নির্দেশনা অনুসারে, এটি পিছিয়ে হবে চলতি বছরের ১৭ অক্টোবর। স্টক এক্সচেঞ্জে শেয়ারটির লেনদেন শুরু হয়েছিল গত বছরের ১৮ অক্টোবর।
সিলভা ফার্মাসিউটিক্যালস
পুঁজিবাজারে সিলভা ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের লেনদেন শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। এ হিসেবে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার লক-ইন ফ্রি হবে চলতি বছরের ৯ অক্টোবর। আগের নিয়মে এই কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের লক-ইন ফ্রি হওয়ার কথা ছিল চলতি বছরের ১ জুলাই।
কাট্টালি টেক্সটাইল
প্রসপেক্টাস অনুমোদনের হিসাবে কাট্টালি টেক্সটাইলের প্লেসমেন্ট শেয়ারের উপর থেকে লক-ইন উঠার কথা ছিল চলতি বছরের ১ আগস্ট। নতুন নির্দেশনা অনুসারে, এটি পিছিয়ে হবে চলতি বছরের ১১ নভেম্বর। স্টক এক্সচেঞ্জে শেয়ারটির লেনদেন শুরু হয়েছিল গত বছরের ১২ নভেম্বর।
এস এস স্টিল
পুঁজিবাজারে এসএস স্টিলের শেয়ারের লেনদেন শুরু হয় চলতি বছরের ১৭ জানুয়ারি। এ হিসেবে কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার লক-ইন ফ্রি হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। আগের নিয়মে এই কোম্পানির প্লেসমেন্ট শেয়ারের লক-ইন ফ্রি হওয়ার কথা ছিল চলতি বছরের ২ অক্টোবর।
জেনেক্স ইনফোসিস
জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন শুরু হয় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি। এ হিসেবে কোম্পানিটির এক বছর পূর্ণ হয় আগামী বছরের ৫ ফেব্রুয়ারি। অর্থাৎ ওই তারিখে কোম্পানির প্লেসমেন্ট শেয়ার লক-ইন ফ্রি হবে। আগের নিয়মে চলতি বছরের ২২ অক্টোবর কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার লক-ইন ফ্রি হওয়ার কথা ছিল
স্পন্সরদের লক-ইনও বাড়ছে
প্লেসমেন্ট শেয়ারের পাশাপাশি আলোচিত কোম্পানিগুলোর স্পন্সরদের শেয়ারের লক-ইনও বাড়বে। আইন অনুসারে, স্পন্সরদের শেয়ারের উপর ৩ বছরের লক-ইন আছে। এতদিন এই লক-ইন গণনা করা হয়েছে, প্রসপেক্টাস অনুমোদনের দিন থেকে। কিন্তু বিএসইসির নতুন নির্দেশনা অনুসারে, শেয়ার লেনদেনের দিন থেকে ৩ বছরের লক-ইন এর মেয়াদ গণনা করতে হবে