ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর বেড়েছে ২২ দশমিক ১২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৩২ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২২ কোটি ৭ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪১ লাখ ৪১ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্সের দর বেড়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১ হাজার ৭৭৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৩ কোটি ২ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যাইল ক্রাফটের দর বেড়েছে ১৫ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৭০ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৮ কোটি ৬২ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭২ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ১০ দশমিক ৫০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১০ দশমিক ৪২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৮৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ৯ দশমিক ৪৬ শতাংশ, সোনালী আঁশের ৯ দশমিক ০৯ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ১১ শতাংশ এবং ফার্মা এইডসের শেয়ার দর ৭ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে।