ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্স্যুনেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটির ৩৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের সপ্তাহজুড়ে শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটির লেনদেন হয়েছে ৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসেএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দর বেড়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশ। ফান্ডটির ১০ কোটি ২৮ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩ দশমিক ৫৯ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ১২ দশমিক ৬৬ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১২ দশমিক ২৮ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৯১ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১০ দশমিক ৬৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ১০ দশমিক ৩০ শতাংশ ও ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১০ শতাংশ দর বেড়েছে।