পুঁজিবাজারে থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) লাটারি ড্র এর ফল প্রকাশিত হয়েছে। কোম্পানির আইপিও লটারীর ড্র আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তথ্যমতে, কোম্পানিটি ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।  বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)৬৬৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।

Residents Bangladeshi

Stock Exchange TREC No. / M.Bank SL No

Affected small investors(ASI)

Non-Residents Bangladeshi

All Eligible Investors (Pro-rata Allotment)