আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিউচ্যুয়াল ফান্ড খাতে ইতিবাচক প্রবণতা বিরাজ করেছে। এতে বেশিরভাগ ফান্ডের ইউনিট দর বেড়েছে। তবে ৪ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি ছিলো চোখে পড়ার মতো। ফান্ডগুলোর দর বৃদ্ধি পেয়ে এক পর্যায়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়ে যায়। ফান্ডগুলো হলো: ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ড এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। ফান্ডটির ইউনিট দর ১০ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ১৩ লাখ ৯ হাজার ৯০১টি ইউনিট ৩২৮বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার দর দাঁড়ায় ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ৯.৬৮ শতাংশ বা ২.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৭.২০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ২ লাখ ৫৬ হাজার ৮৪৩টি ইউনিট ৪৯৫বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার দর দাঁড়ায় ৬৯ লাখ ৮৪ হাজার টাকা।
এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের ইউনিট দর ৯.৩০ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৪০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ৪ লাখ ১৪ হাজার ৬০০টি ইউনিট ৮৭বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার দর দাঁড়ায় ৩৮ লাখ ৯৭ হাজার টাকা।
এছাড়া এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর ৯.০৯ শতাংশ বা ০.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৮.৪০ টাকায় লেনদেন হয়। সারাদিনে ফান্ডটির ১৩ লাখ ৭২ হাজার ৬৭৪টি ইউনিট ২৯৭বার হাতবদল হয়ে লেনদেন হয় যার বাজার দর দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার টাকা।