অব্যাহত বিক্রয় চাপ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাজার। বৃহস্পতিবার দিনের শুরু থেকে উত্থান-পতনের মধ্যে দিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। যদিও দুপুর পৌনে ১টায় উর্ধ্বমুখী ছিল সূচক। এসময় বাজারে বিনিয়োগকারীদের ক্রয় প্রবণতায় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে ৬ প্রতিষ্ঠান। যাদের প্রত্যেকের দর বেড়েছে ৯ শতাংশের বেশি।

প্রতিষ্ঠানগুলো হলো-এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, পিএইচপি মিউচুয়্যাল ফান্ড ওয়ান, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি.ফা. ১: স্কিম ওয়ান, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএলএস ফান্ড ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেড।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড: মাত্র ১০ হাজার ১১৯টি শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে ১০ শতাংশ দর বেড়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। এসময় ফান্ডটির ইউনিট ক্রয়ে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেলেও বিক্রেতা সংকট ছিল।

পিএইচপি মিউচুয়্যাল ফান্ড ওয়ান: ১০ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে পিএইচপি মিউচুয়্যাল ফান্ড ওয়ান। এসময় ফান্ডটির ৩৬ লাখ ৩৬ হাজার ১৮৫ ইউনিট লেনদেন হয়েছে। এসময় ফান্ডটির ইউনিট দর ৫ টাকা থেকে বেড়ে ৫.৫ টাকায় লেনদেন হতে দেখা গেছে।

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি.ফা. ১: স্কিম ওয়ান: ১০ শতাংশ বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি.ফা. ১: স্কিম ওয়ান। এদিন ফান্ডটির প্রতিটি ইউনিট ৬ টাকা থেকে বেড়ে ৬.৬ টাকায় লেনদেন হয়েছে। এসময় ফান্ডটির ২২ লাখ ৫৪ হাজার ইউনিট লেনদেন হতে দেখা গছে।

ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৯.৮৫৯ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বৃহস্পতিবার ফান্ডটির ৩২ লাখ ১৮ হাজার ৪৮২ ইউনিট হাতবদল হয়েছে। বিক্রেতা সংকট থাকায় হল্টেড হওয়া ফান্ডটিতে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গেছে।

এছাড়া এসইএমএল আইবিবিএলএস ফান্ড ও ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের শেয়ারেও বিনিয়োগকারীদের আগ্রহ ছিল লক্ষনীয়। এসময় উভয় প্রতিষ্ঠানের দর যথাম্রমে ৯.৪৫৯ ও ৯.৪৩৪ শতাংশ বেড়েছে।