চলতি ২০১৮-১৯ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) লিবরা ইনফিউশন্স লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০১৯ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ টাকা ৮২ পয়সা। এর আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ১ হাজার ৫৬৫ টাকা ৩১ পয়সা।

গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এক বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১ পয়সা। ৩০ জুন কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১ হাজার ৫৯৩ টাকায়।