৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা না করে বিনিয়োগকারীদের হতাশ করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সানলাইফ ইন্স্যুরেন্স। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের নো ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায়, ট্রাস্ট মিলনায়াতন, পুরাতন বিমানবন্দর রোড, তেজগাঁও, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।

উল্লেখ্য, কাল থেকে কোম্পানির শেয়ার বি ক্যাটাগরি থেকে ছিটকে জেড ক্যাটাগরির আওতায় লেনদেন হবে।