বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড যুক্তরাষ্ট্রের বাজারে রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ নাডোলল রফতানি শুরু করেছে। নাডোলল ট্যাবলেট (২০ মিগ্রা, ৪০ মিগ্রা ও ৮০ মিগ্রা) ব্রিস্টল-মায়ার্স স্কুইবের করগার্ড ট্যাবলেটের সমতুল্য, যা উচ্চরক্তচাপ ও বুকে ব্যথার (অ্যাঞ্জিনা পেকটোরিস) চিকিৎসায় ব্যবহূত হয়।

কার্ভেডিলল, সোটালল, মোথোকার্বোমল ও মেটফরমিনের পর নাডোলল বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ, যা যুক্তরাষ্ট্রে রফতানি হচ্ছে। আইকিউভিআইএর তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে নাডোললের ৬ কোটি ৩০ লাখ ডলারের বাজার রয়েছে।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও সংসদ সদস্য নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পঞ্চম ওষুধ নাডোলল রফতানি শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সম্ভাবনাময় বাজারগুলোয় রফতানি বৃদ্ধি বিশ্ববাজারে আমাদের ওষুধ শিল্পের বিকাশকে আরো সুদৃঢ় করবে।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে যুক্তরাষ্ট্রের এফডিএ কর্তৃক অনুমোদন পাওয়ার ধারাবাহিকতায় ২০১৬ সালের আগস্টে বেক্সিমকো ফার্মা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে মার্কিন বাজারে ওষুধ রফতানি শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৫০টির বেশি দেশে ওষুধ রফতানি করছে।