পুঁজিবাজারের ৮ কোম্পানিসহ ২৮টি ক্যাটাগরিতে ৬৬টি প্রতিষ্ঠানের মাঝে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ ১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ী স্ব-স্ব প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে এই ট্রফি এবং সনদ তুলে দেন। অনুষ্ঠানে ২৯টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১৬টি ব্রঞ্জ ট্রফি প্রদান করেন প্রধানমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, মন্ত্রিপরিষদ সদস্যগণ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্প সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি সহ বিদেশি কূটনিতিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্বর্ণজয়ী কোম্পানিগুলো হলো: Zaber and Zobaer Fabrics Ltd, Refat Garments Ltd, Square Fashions Ltd, Badsha Textile, Envoy Textile Ltd, Noman Teri Towel Ltd, Sea Mark BD Ltd, Akij Jute Mills Ltd, SAF Industries Ltd, Picard Bangladesh Ltd, Bay Footwear Ltd, Mansur General Trading Company, Pran Agro Ltd, Rajdhani Enterprise, Karupanna Rangpur Ltd, Bengal Plastic Ltd, Shinepukur Ceramics Ltd, Uniglory Cycle Industries Ltd, Energypac Engineering Ltd, Marine Safety System Ltd, Square Pharmaceuticals Ltd, Service Engine Ltd, Universal Jeans Ltd, Fardin Accessories Limited, Moon Trims Ltd, Orchid Trading Corporation, Mir Telecom Ltd, and Monno Ceramic Industries Ltd.
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে এনভয় টেক্সটাইল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামকস এবং মুন্নু সিরামকস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি।
সিলভার ট্রফি জয়ী কোম্পানিগুলো হলো: AKM Knitwear Ltd, Four H Fashions Ltd, Kamal Yarns Ltd, Four H Dyeing & Printing Ltd, Bright seafood ltd, Janata Jute Mills Ltd, BBJ Leather Goods Limited, FB Footwear Ltd, Alin Foods Trade, Alin Food Products Ltd, BD Creation, Durable Plastics Ltd, Rangpur Metal Industries Limited, BRB Cable Industries Ltd, BSRM Steels Ltd, Incepta Pharmaceuticals Ltd, Pacific Jeans Ltd, Shasha Denims Ltd, Uniglory Paper and Packaging Ltd, Bang-chung Trade & Tourism and Nihao Food Company Limited.
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টীল এবং শাশা ডেনিমস পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি।
এছাড়া ব্রঞ্জ ট্রফি জয়ী কোম্পানিগুলো হলো: Sportswear Ltd, DIRD Composite Textiles Ltd, Maksons Spinning Mills Limited, Paramount Textile Ltd, BD Seafood Limited, Karim Jute Mills Ltd, Footbed Footwear Ltd, Heritage Enterprise, Habiganj Agro Limited, Classical Handmade Products, Allplast Bangladesh Ltd, Meghna Innova Rubber Company Ltd, Jeans 2000 Ltd, RM Interlinings Ltd, Zaber and Zobaer Accessorise Ltd and Bengal Poly & Paper Sack Ltd.
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ম্যাকসন স্পিনিং এবং প্যারামাউন্ট টেক্সটাইল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি।