ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৫ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪৩ লাখ ৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ লাখ ৬১ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আইএফআই এল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড-১ ফান্ডটির দর কমেছে ১০ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে ফান্ডটি সর্বমোট ৩৬ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ৮০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিং মিলসের দর কমেছে ১০ দশমিক ৪২ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৯১ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ৬৮ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯ দশমিক ৬৬ শতাংশ, রূপালী লাইফের ৯ দশমিক ২৮ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কিম’র ৯ দশমিক ২৬ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ এবং মিথুন নিটিংয়ের ৯ দশমিক শূন্য ২ শতাংশ দাম কমেছে।