পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি থেকে উত্তোরণে শীর্ষ ব্রোকারেজ হাউজের সঙ্গে বৈঠকে করেছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েন (ডিবিএ) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৈঠকে পুঁজিবাজারের চলমান সংকট নিরসনে একগুচ্ছ সমস্যা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যার তথ্য উপাত্ত নিয়ে পরবর্তীতে একটি মিটিং করা হবে, সেখানে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ) এবং শীর্ষ ব্রোকারেজ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব সমস্যা চিহ্নিত করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে পুঁজিবাজারে পতন অব্যাহত রয়েছে। যদিও আজ সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। স্থিতিশীল পুঁজিবাজারের লক্ষ্যে পতনের কারণ খুজতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসেছে ডিএসই। বিগত দিনে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা কোম্পানিগুলোর দর তলানি নেমে গেছে। এসব কোম্পানির মান নিয়ে বৈঠকে প্রশ্ন উঠেছে। এসব কোম্পানি বাজারে আসার আগে আর্থিক প্রতিবেদন ফুলিয়ে ফাপিয়ে দেখালেও তালিকাভুক্তির পর তাদের প্রকৃত চিত্র উঠে আসছে। এসব কারণে বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে, বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাচ্ছে। এভাবে বাজারে পতন দীর্ঘায়িত হচ্ছে। এছাড়া তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে আরও সচ্ছতা আনার দাবি তুলা হয় বৈঠকে। এর মাধ্যমে সুশাসন নিশ্চিত করার গুরুত্বারোপ করা হয় বৈঠকে। তাছাড়া ডিএইকে বার বার ব্যর্থ বলে মন্তব্য করার কারণেও বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বলেও আলোচনা হয়েছে।এ বৈঠকে ব্রোকারেজ হাউজ প্রতিনিধিরা তাদের শাখা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।

বৈঠকের উপস্থিত ব্রোকারেজ হাউজের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রতিদিন সূচক পতনের ফলে বাজারে আস্থার সংকট তলানি নেমে গেছে। আর এ পরিস্থিতিতে ডিএসই বৈঠক ডেকেছে। বৈঠকে বাজারের সংকটের নানা কারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব কারণগুলোর তথ্য উপাত্ত নিয়ে আরো একটি বৈঠক হবে। ওই বৈঠকে বাজার সংকটের সমস্যাগুলো মোটা দাগে আলোচনা করা হবে। যা হবে তথ্য উপাত্ত ভিত্তিক। একই সঙ্গে পরবর্তী বৈঠকে সমস্যাগুলো সমাধানের উপায়ও খুজে বের করা হবে। এরপর একটি প্রস্তাবনা দেওয়া হবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিকট।

উল্লেখ্য, পুঁজিবাজারের মন্দাবস্থা দূর করতে গত সোমবার আইসিবির সঙ্গে বৈঠকে বসেছে ডিবিএ। বৈঠকের পর পুঁজিবাজারে বিনিয়োগের কথা জানিয়েছে আইসিবি। এছাড়া সিকিউরিটিজ হাউজগুলো যার যার অবস্থান থেকে বিনিয়োগের আসার ব্যাপারেও আলোচনা হয়। সেই সূত্র ধরে আজ বিকেলে পুঁজিবাজারের শীর্ষ-৩০ সিকিউরিটিজ হাউজের সঙ্গে ডিএসই ও ডিবিএ বৈঠকে মিলিত হবে। এতে চলমান সংকট উত্তোরণে ফলপ্রসু সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।