পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আগামী সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা নি:স্ব হয়ে পড়েছেন। বিভিন্ন সিকিউরিটিজ হাউজ থেকে ফোর্সসেল করা হচ্ছে। নীতি নির্ধারণী মহল দৃশ্যত কোন দায়িত্ব পালন করছে না। এ অবস্থায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করা জরুরি হয়ে পড়েছে। তাই আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে বিনিয়োগকারীদের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাজার থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরা হবে।