সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮টি প্রতিষ্ঠানের ৪ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসইস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ৯ লাখ ৪৭ হাজার ৮৭২টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ৪ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ১২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের।
এছাড়া বারাকা পাওয়ারের ৯ লাখ ৪৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩৭ লাখ ৫০ হাজার টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ৫ লাখ ৮৭ হাজার টাকার, নাভানা সিএনজির ২৬ লাখ ১ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ১৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৫ লাখ ৪৩ হাজার টাকার এবং সুহৃদের ২০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।