FAQs

Frequently Asked Questions.
Here are some common questions about Decisionmakerbd.net and blog.

Getting
Started

কি ভাবে ক্লাব মেম্বার রেজিস্ট্রেশন করতে হবে?

প্রথমেই [su_button url=”https://blog.decisionmakerbd.net/membership-join/membership-registration/” size=”1″]registration[/su_button] লিংকে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেটায় ইউজার নেইম, ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়।

বিস্তারিত ভিডিওটিতে।

[su_youtube url=”https://youtu.be/QHI8EXJG-I0″ width=”440″ height=”320″]

রেজিস্ট্রেশন করতে গেলে ইমেইল ইনভ্যালিড দেখায়?

ইমেইল ইনভ্যালিড দেখায় সাধারণত

১) ঐ ইমেইল এড্রেস দিয়ে আগে রেজিস্ট্রেশন করা হয়ে থাকলে।

২) ইমেইল এড্রেস ভুল লেখা্ হলে।

করনীয়

পাসওয়ার্ড রিসেটে ক্লিক করে ইমেইল এড্রেস দিয়ে দেয়া। তারপর

১) যদি দেখায় ঐ মেইল এড্রেস দিয়ে খুজে পাচ্ছে না , তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে।

২) যদি  ইমেইল এড্রেসে মেইল যায় তার মানে পূর্বেই ঐ এড্রেস দিয়ে একাউন্ট ওপেন করা হয়েছিল , মেইলে যে নতুন পাসওয়ার্ড দেয়া হবে সেটা দিয়েই লগ ইন করা যাবে।

বিস্তারিত ভিডিওতে

[su_youtube url=”https://youtu.be/YjodhEafFkc” width=”440″ height=”320″]

লগইন চায় কিন্তু আইডি পাসওয়ার্ড দেয়ার পর লগ ইন হচ্ছে না।
যেকারনে লগইন প্রবলেম হতে পারে এবং সমাধান
 
  • ১) এক ইউজার আইডি দিয়ে একাধিক ব্রাউজারে চেষ্টা করলে লগ ইন হবে না, প্রবলেম করবে। সাজেশন থাকবে এই সাইটের জন্য সব সময় একটা ব্রাউজার ইউজ করা।
  • ২) একই আইডি যখন অন্য ব্রাউজার দিয়ে লগ ইন করার চেষ্টা করা হবে তখন পূর্বের ব্রাউজার থেকে লগ আউট করে ট্রাই করলেই অন্য ব্রাউজারে ওপেন হবে। 
  • ৩) তাছাড়াও লগ ইন প্রবলেম হতে পারে যদি খুব বেশি আইপি এড্রেস ও এরিয়া চ্যঞ্জ হয়। যেমন একই ইউজার আইডি একবার ঢাকার আইপি এড্রেস আবার অন্য ব্রাউজার দিয়ে ঢাকার বাহিরের অন্য কোন লোকেশনের আইপি এড্রেস ব্যবহার হলে তা প্রবলেম করবে।
রেজিস্টেশন করেছি কিন্তু কনফার্মেশন ইমেইল আসছে না।
১) মেইলের ইনবক্স এবং স্প্যাম বক্স(মেইল ফোল্ডার) চেক  করুন।
২) তারপরও যদি না পাওয়া যায় তাহলে ব্রাউজার ক্লোজ করার চেষ্টা করুন তারপর অপশন আসবে এগেইন মেইল রিকুয়েস্ট দেয়ার জন্য।
৩) এগেইন মেইল ইনবক্স এবং স্প্যাম বক্স চেক করেন।
৪) তারপর মেইল না যায় তাহলে বুঝতে হবে আপনার দেয়া ইমেইল টাইপিং মিস্টেক হয়েছে।
৫) পুনরায় রেজিস্ট্রেশন করুন।
৬) যদি তারপর রেজিস্ট্রেশন করার সময় ইমেইল ইনভ্যালিড বলে, তাহলে পাসওয়ার্ড রিসেট করুন।
আমি কি পোস্ট শেয়ার করতে পারব?

হ্যা অবশ্যই পারবেন। পোস্ট শেয়ার করতে কোন বাধা নেই।

Membership

কি ভাবে ক্লাব মেম্বার হব?

রেজিস্ট্রেশন করলেই ক্লাব মেম্বার হয়ে যাবেন। এবং তা ১০০% ফ্রি ।

ক্লাব মেম্বার বিস্তারিত – [su_button url=”https://blog.decisionmakerbd.net/club-member/” background=”#f3f4f4″ color=”#2c0404″ size=”2″]Club member policy[/su_button]

ক্লাব মেম্বার হওয়ার পর প্রয়োজনে মেম্বারশীপ যেকোন সময় চ্যঞ্জ করা যাবে , ক্লাব মেম্বার ছাড়াও দুই ধরনের মেম্বারশীপ আছে 

Conditional free member – [su_button url=”https://blog.decisionmakerbd.net/conditional-free-member-terms-and-conditions/” background=”#f3f4f4″ color=”#2c0404″ size=”2″]Conditional free member policy[/su_button]

Your wish- [su_button url=”https://blog.decisionmakerbd.net/your-wish/” background=”#f3f4f4″ color=”#2c0404″ size=”2″]Your wish policy[/su_button]

 

রেজিস্ট্রেশন করার পরও সকল পোস্ট দেখতে পাই না।

রেজিস্ট্রেশন করার পর সকল পোস্ট দেখতে না পারার কারন একটাই মেম্বারশীপ লেভেলে যতটুকু কাভার হয় ততটুকুই দেখা যাবে তার চেয়ে বেশি নয়। 

আমি কি মেম্বার বুঝবো কিভাবে?

মেম্বারশীপ লেবেল দেখার জন্য club- member login- profile এ ক্লিক করলেই মেম্বারশীপ লেবেল দেখাবে।

Membership

Membership

Membership

Still need help? Send us a note!

For any other questions, join out facebook group. and post your questions

[su_button url=”https://www.facebook.com/groups/decisionmakerbd” background=”#f3f4f4″ color=”#2c0404″ size=”2″]Facebook Group[/su_button]

022032051 041