পুঁজিবাজারের সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হসপিটাল ডাক্তারদের কনসাল্টেশন সেন্টারের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৪ তলা বিশিষ্ট একটি ভবন কিনবে। এই জমির পরিমাণ ২.১৮ কাঠা ও ভবনটির প্রতিটি ফ্লোর ৫ হাজার বর্গফুটের।

ভবনটি শমরিতা হসপিটাল প্রাঙ্গনে রাজা বাজার মৈৗজা, শের-ই বাংলানগরে অবস্থিত। জমি কিনতে রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া কোম্পানিটিকে ২ কোটি ৯০ লাখ টাকা গুণতে হবে।

প্রসঙ্গত, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ২৪ পয়সা।

৩১ মার্চ ২০১৯ শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২ টাকা ১৪ পয়সা।