ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম করতে যাচ্ছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ লক্ষ্যে সোমবার, ৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের কার্যক্রম শুরু করবে ডিএসই।

ডিএসই প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. স্বপন কুমার বালা। এছাড়া ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর পেপার প্রেজেন্টেশন দেবেন ডিএসই’র মহাব্যবস্থাপক এবং কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান। ডিএসই’র চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম ফিন্যান্সিয়াল লিটারেসির ওপর সেশন চেয়ার হিসেবে বক্তব্য রাখবেন।

ফিন্যান্সিয়াল লিটারেসি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি।