সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে উভয় স্টক এক্সচেঞ্জে টপটেন গেইনারের তালিকায় অধিকাংশই মিউচ্যুয়াল ফান্ডের প্রাধান্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গেইনারের শীর্ষ দশটির মধ্যে ৮টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬টিই মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএসইর টপটেন গেইনারে শীর্ষে উঠে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড। সোমবার ফান্ডটির ইউনিট দর ছিল ১০ টাকায়। আজ লেনদেন শেষে এর দর দাঁড়ায় ১১ টাকায়। অর্থাৎ আজ এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ড খাতের অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৫২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৮.৬৯ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৮.৬৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৭.৩৫ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.১৪ শতাংশ এবং এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৫২ শতাংশ বেড়েছে।

এছাড়া জেএমআই সিরিঞ্জের শেয়ার দর ৮.৩৮ শতাংশ এবং ন্যাশনাল পলিমারের শেয়ার দর ৭.৬২ শতাংশ বেড়ে ডিএসইর গেইনার তালিকায় উঠে আসে।