সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানির ১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৬ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৩২১টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৪৭ কোটি ৮৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭ লাখ ৫২ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ফাইন্যান্সের।
এছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪০ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ লাখ ৪০ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকার, নাভান সিএনজির ১ কোটি ৫৭ লাখ ৬২ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৫ লাখ ৩০ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭৩ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ১৪ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।