লেনদেনে সোমবার বিমা খাত কিছুটা পিছিয়ে পড়েছে। তবে এগিয়ে গেছে বস্ত্রখাত।  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ডিএসইর লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ডিএসইর মোট লেনদেনে ১৫ শতাংশ দখল করে আছে বস্ত্র খাত। এখাতের লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩৯ লাখ টাকা। এরপরেই অবস্থান করছে বিমা খাতের লেনদেন। ডিএসইর মোট লেনদেনে খাতটির অংশগ্রহন ১৩ শতাংশ। এখাতের লেনদেনের পরিমান দাঁড়িয়েছে প্রায় ৪৮ কোটি টাকা। লেনদেনে তৃতীয় স্থানে অবস্থান করছে ফার্মাসিউটিক্যালস খাত। ডিএসইতে খাতটির দখলে আছে লেনদেনের ১২ শতাংশ। খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ কোটি টাকা।

এছাড়া ডিএসইতে ব্যাংকিং খাতের ১০ শতাংশ, বিদ্যুত-জ্বালানি এবং বিবিধ খাত প্রত্যেকের ৮ শতাংশ করে, নন ব্যাংকিং আর্থিক এবং আইটি খাত প্রত্যেকের ৪ শতাংশ করে, খাদ্য-আনুষাঙ্গিক, চামড়া খাত প্রত্যেকের ৩ শতাংশ করে, সিরামিক খাতের ২ শতাংশ, টেলিকমিউনিকেশন, সিমেন্ট খাত প্রত্যেকের ১ শতাংশ করে লেনদেন হয়েছে।