ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শেষের দিকে ১৬ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: অ্যাপোলো ইষ্পাত, বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো সিনথেটিকস, ডেল্টা স্পিনার্সে, এমারেল্ড অয়েল, ফ্যামিলিটেক্স, ফু-ওয়াং সিরামিক, ইমাম বাটন, জুট স্পিনার্স, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা পেট, অলিম্পিক এক্সেসরিজ, সমতা লেদার, সোনালী আঁশ, সোনারগাও টেক্সটাইল এবং তুং-হাই নিটিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অ্যাপোলো ইষ্পাতের শেয়ার দর আজ ৮.৩৩ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫.২০ টাকায় লেনদেন হয়। বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ১০ শতাংশ ১.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৩.২০ টাকায় লেনদেন হয়। বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৮.৩৩ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৯০ টাকায় লেনদেন হয়। ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৯.৩০ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.৭০ টাকায় লেনদেন হয়।
এমারেল্ড অয়েলের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়। ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৭.১৪ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩ টাকায় লেনদেন হয়। ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর ৮.৭৯ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হয়। ইমাম বাটনের শেয়ার দর ৯.৭৩ শতাংশ বা ১.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২০.৩০ টাকায় লেনদেন হয়।
জুট স্পিনার্সের শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ৬.৭০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৭৪.৮০ টাকায় লেনদেন হয়। লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ৯.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১০৬.২০ টাকায় লেনদেন হয়। মেঘনা পেটের শেয়ার দর ৯.৫৭ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১০.৩০ টাকায় লেনদেন হয়। অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর ৯.৬৪ শতাংশ বা ০.৮০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.১০ টাকায় লেনদেন হয়।
সমতা লেদারের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বা ৫.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৫৯.৫০ টাকায় লেনদেন হয়। সোনালী আঁশের শেয়ার দর ৮.৭৪ শতাংশ বা ৩৩ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪১০.৫০ টাকায় লেনদেন হয়। সোনারগাও টেক্সটাইলে শেয়ার দর ১০ শতাংশ বা ৩.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৭.৪০ টাকায় লেনদেন হয়। এছাড়া তুং-হাই নিটিংয়ের শেয়ার দর ৭.৬৯ শতাংশ বা ০.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২.৮০ টাকায় লেনদেন হয়।