পুঁজিবাজারে ২০১০ সালের ধ্বসের সময় বিদেশী বিনিয়োগে ভাটা পড়েছিল। পরের বছরও ছিল একই অবস্থা। এরপর কেটে গেলে সাত বছর। ফের ৭ বছর পর ভাটায় পড়েছে বিদেশী বিনিয়োগ। বিদেশীদের নিট বিনিয়োগ ২০১৮-১৯ অর্থবছরে কমেছে ১৮৩ কোটি টাকার বেশি। যা ধ্বসের বছরের চেয়ে তিনগুন বেশি। ২০০৯-১০ অর্থবছরে বিদেশীদের নিট বিনিয়োগ কমেছিল ৫২ কোটি ৫ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গেলো অর্থবছরে বিদেশীরা মোট ৮ হাজার ২১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আগের অর্থবছরে শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১১ হাজার ৭২৯ কোটি ১৭ লাখ টাকা। বছরের ব্যবধানে লেনদেন কমেছে সাড়ে ৩ হাজার কোটি টাকা।
আলোচ্য অর্থবছরে বিদেশীরা ৪ হাজার ১৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কিনেছে।এর বিপরীতে বিক্রি করেছে ৪ হাজার ২০১ কোটি ৫২ লাখ টাকা। বিদেশীদের নিট বিনিয়োগ কমেছে ১৮৩ কোটি ৭১ লাখ টাকা।
এদিকে, বিদেশীরা ২০১৭-১৮ অর্থবছরে পুঁজিবাজারে ৫ হাজার ৯০০ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার কিনেছে। এর বিপরীতে শেয়ার বিক্রি করেছে ৫ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা। বিদেশীদের নিট বিনিয়োগ বেড়েছিল ৭১ কোটি ৭৬ লাখ টাকা।
এর আগে ২০০৯-১০ অর্থবছরে বিদেশীরা ১ হাজার ৭৬৭ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এর মধ্যে বিদেশীরা ৮৫৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ারে কিনেছে।ওই সময় তারা বিক্রি করেছে ৯০৯ কোটি টাকার শেয়ার। ওই সময় বিদেশীদের নিট বিনিয়োগ কমেছিল ৫২ কোটি টাকা।