ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকাজুড়ে রয়েছে বীমা খাতের কোম্পানি। দশটি স্থানের সব কয়টিই বীমা খাতের দখলে। সবার শীর্ষে উঠে এসেছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৪ লাখ ১৫ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির বেড়েছে ১৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৩ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৯১ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৪০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৩৩ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৫৬ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১৪ দশমিক ৫৫ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৬৮ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের ১২ দশমিক শূন্য ৬ শতাংশ দাম বেড়েছে।