আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ব্যাপক দরপতন হয়েছে। এতে বেশিরভাগ কোম্পানির ক্রেতা সংকটে শেয়ারের দরে ব্যাপক পতন হয়েছে। এর মধ্যে ক্রেতা সংকটে হল্টেড হয়েছে ১৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো: জেনারেশন নেক্সট, ফ্যামিলিটেক্স, আজিজ পাইপস, বে-লিজিং, বিডি ওয়েল্ডিং, বেক্সিমকো সিনথেটিকস, সিএনএ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, ফারইস্ট ফাইন্যান্স, ফু-ওয়াং সিরামিকস, ইমাম বাটন, ইনটেক এবং মেঘনা পেট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জেনারেশন নেক্সটের শেয়ার দর আজ ৮.৮৯ শতাংশ বা ০.৪০ টাকা কমে সর্বশেষ ৪.১০ টাকায় লেনদেন হয়েছে। ফ্যামিলিটেক্সের শেয়ার দর ৯.০৯ শতাংশ বা ০.৩০ টাকা কমে সর্বশেষ ৩ টাকায় লেনদেন হয়েছে।

আজিজ পাইপসের শেয়ার দর ৯.৯৮ শতাংশ বা ১৩.৭০ টাকা কমে সর্বশেষ ১২৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। বে-লিজিংয়ের শেয়ার দর ৯.৪৯ শতাংশ বা ১.৫০ টাকা কমে সর্বশেষ ১৪.৩০ টাকায় লেনদেন হয়েছে।

বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৯.৬৬ শতাংশ বা ১.৪০ টাকা কমে সর্বশেষ ১৩.১০ টাকায় লেনদেন হয়েছে। বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার দর ৯.৫২ শতাংশ বা ০.৪০ টাকা কমে সর্বশেষ ৩.৮০ টাকায় লেনদেন হয়েছে।

সিএনএ টেক্সটাইলের শেয়ার দর ৮.৭০ শতাংশ বা ০.২০ টাকা কমে সর্বশেষ ২.১০ টাকায় লেনদেন হয়েছে। ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৮.১৬ শতাংশ বা ০.৪০ টাকা কমে সর্বশেষ ৪.৫০ টাকায় লেনদেন হয়েছে।

ফারইষ্ট ফাইন্যান্সের শেয়ার দর ৮.৫৭ শতাংশ বা ০.৩০ টাকা কমে সর্বশেষ ৩.২০ টাকায় লেনদেন হয়েছে। ফু-ওয়াং সিরামিকসের শেয়ার দর ৮.৮২ শতাংশ বা ০.৯০ টাকা কমে সর্বশেষ ৯.৩০ টাকায় লেনদেন হয়েছে।

ইমাম বাটনের শেয়ার দর ৯.৭৩ শতাংশ বা ২.২০ টাকা কমে সর্বশেষ ২০.৪০ টাকায় লেনদেন হয়েছে। ইনটেক লিমিটেডের শেয়ার দর ৯.৮০ শতাংশ বা ২.৫০ টাকা কমে সর্বশেষ ২৩ টাকায় লেনদেন হয়েছে। এছাড়া মেঘনা পেটের শেয়ার দর ৯.৭৩ শতাংশ বা ১.১০ টাকা কমে সর্বশেষ ১০.২০ টাকায় লেনদেন হয়েছে।