ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ৭৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০১৮-মার্চ ২০১৯) এই মুনাফা বেড়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, ওষুধ ও রসায়ন খাতে ৩১টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টি চলতি অর্থবছরের ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০টির বা ৭৭ শতাংশের ইপিএস বেড়েছে, ইপিএস কমেছে ৩টির বা ১২ শতাংশের এবং ৩টি বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি লোকসান হয়েছে।
ইপিএস সর্বোচ্চ বেড়েছে ওয়াটা কেমিক্যালের। কোম্পানিটির ইপিএস ২৬৯ শতাংশ বেড়েছে, দ্বিতীয় সর্বোচ্চ ১০৫ শতাংশ ইপিএস বেড়েছে অ্যাডভেন্ট ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৬০ শতাংশ ইপিএস বেড়েছে বিকন ফার্মার। এছাড়া ইপিএস সবচেয়ে কম অর্থাৎ ০.৭৯ শতাংশ বেড়েছে এমবি ফার্মার।
ইপিএস আগের বছরের একই সময় থেকে কমেছে ১২ শতাংশ প্রতিষ্ঠানের। ইপিএস সর্বোচ্চ কমেছে ফার মেকিক্যালের। কোম্পানিটির ইপিএস ১০ শতাংশ কমেছে এবং ইপিএস সবচেয়ে কম ৪ শতাংশ কমেছে একমি ল্যাবরেটরিজের।
এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩টির বা ১১ শতাংশ প্রতিষ্ঠানের। এ সময়ে এসিআই মুনাফা থেকে লোকসানে নেমে গেছে। আগের বছরের একই সময় থেকে চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির লোকসান ১৬৭ শতাংশ বেড়েছে। এছাড়া বেক্সিমকো সিনথেটিক্সের লোকসান ৩ শতাংশ বেড়েছে। তবে ইমাম বাটনের লোকসান আগের বছর থেকে ৬৬ শতাংশ কমেছে।
কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ছকের মাধ্যমে তুলে ধরা হলো-
| কোম্পানির নাম | ৩১ ডিসেম্বর ২০১৯ সালের ইপিএস | ৩১ ডিসেম্বর ২০১৮ সালের ইপিএস | ব্যবধান |
| বেড়েছে | |||
| ওয়াটা কেমিক্যাল | ৮.৪৫ টাকা | ২.২৯ টাকা | ২৬৯% |
| অ্যাডভেন্ট ফার্মা | ১.৭৮ টাকা | ০.৮৭ টাকা | ১০৫% |
| বিকন ফার্মা | ০.৫৬ টাকা | ০.৩৫ টাকা | ৬০% |
| সেন্ট্রাল ফার্মা | ০.৪৪ টাকা | ০.২৮ টাকা | ৫৭% |
| একটিভ ফাইন | ২.৩৬ টাকা | ১.৬৭ টাকা | ৪১% |
| ওরিয়ন ইনফিউশন | ১.৪২ টাকা | ১.০৩ টাকা | ৩৮% |
| এএফসি এগ্রো | ২.৪৫ টাকা | ১.৮৭ টাকা | ৩১% |
| সালভো | ০.৪০ টাকা | ০.৫৭ টাকা | ৩০% |
| সিলভা ফার্মা | ০.৯৭ টাকা | ০.৭৭ টাকা | ২৬% |
| জেএমআই সিরিঞ্জ | ৪.৯১ টাকা | ৪.১৯ টাকা | ১৭% |
| বেক্সিমকো ফার্মা | ৫.৫১ টাকা | ৪.৭৪ টাকা | ১৬% |
| রেনেটা | ৩১.৩৮ টাকা | ২৭.০৮ টাকা | ১৬% |
| ইবনে সিনা | ৭.৯৫ টাকা | ৬.৯৬ টাকা | ১৪% |
| কোহিনূর কেমিক্যাল | ৭.২৩ টাকা | ৬.৩৯ টাকা | ১৩% |
| ইন্দো-বাংলা ফার্মা | ১.১৩ টাকা | ১.০২ টাকা | ১১% |
| এসিআই ফর্মূলেশন | ৩.০৩ টাকা | ২.৭৪ টাকা | ১১% |
| ওরিয়ন ফার্মা | ৩.০১ টাকা | ২.৭৬ টাকা | ৯% |
| ফার্মা এইডস | ১৩.৪৬ টাকা | ১২.৩৪ টাকা | ৯% |
| স্কয়ার ফার্মা | ১১.৯৩ টাকা | ১১.২০ টাকা | ৬% |
| এমবি ফার্মা | ২.৫৪ টাকা | ২.৫২ টাকা | ০.৭৯% |
| কমেছে | |||
| ফার কেমিক্যাল | ০.৯৮ টাকা | ১.০৯ টাকা | ১০% |
| গ্লোবাল হেভি কেমিক্যাল | ০.৮০ টাকা | ০.৮৭ টাকা | ৮% |
| একমি ল্যাবরেটরিজ | ৫.৪৩ টাকা | ৫.৬৬ টাকা | ৪% |
| লোকসান | |||
| এসিআই | (৫.৮১) টাকা | ৮.৬৪ টাকা | ১৬৭% বেড়েছে |
| বেক্সিমকো সিনথেটিক্স | (২.৫৩) টাকা | (২.৪৬) টাকা | ৩% বেড়েছে |
| ইমাম বাটন | (০.২৯) টাকা | (০.৮৫) টাকা | ৬৬% কমেছে |