পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কাট্টলি টেক্সটাইলকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী। তিনি গতকাল প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে জানান, “কাট্টলি টেক্সটাইলকে ২০১৬ সাল থেকে এশিয়ান গ্রুপ ভাড়ায় চালাচ্ছে” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে যা কোম্পানি দৃষ্টিগোচর হয়েছে। কাট্টলি টেক্সটাইল একটি স্বাধীন প্রতিষ্ঠান। এর উৎপাদন ক্ষমতা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় কতিপয় বিরোধী মহল ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকের নিকট মিথ্যা তথ্য প্রদান করে। যা শুধুমাত্র কাট্টলি টেক্সটাইলকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যেই সরবরাহ করা হয়।

কাট্টলি টেক্সটাইলের এমডি আরো জানান, সংবাদে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানটি প্রথম থেকে আজ পর্যন্ত সর্ব অবস্থায় চালু আছে এবং এলায়েন্স কর্তৃক অনুমোদিত এবং গ্রীণ রেটিং ওয়ালমার্ট এবং টার্গেট কর্তৃক। কাট্টলি টেক্সটাইল এর স্থাপনা কেবলমাত্র কোম্পানি নিজস্ব রপ্তানীমুখী উৎপাদন ও রপ্তানী কার্যক্রম পরিচালিত হয়। তবে মাঝে মধ্যে উৎপাদন স্থান খালি থাকলে কোম্পানি কিছু কিছু সাব কন্ট্রাক্ট এর কাজ করে যা বিধিসম্মত। এর সঙ্গে ফ্যাক্টরী ভাড়ার কোন সম্পর্ক নেই।