সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১ টি কোম্পানির ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১ কোটি ৯৬ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে সিটি ব্যাংকের ৬৬ লাখ ৭৫ হাজার, রেনেটা লিমিটেডের ৪৮ লাখ ৭৯ হাজার, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৩০ লাখ ৯৯ হাজার, ড্যাফোডিল কম্পিউটারসের ১০ লাখ ৯৪ হাজার, দুলা মিয়া কটন সিম্পনিং মিলস লিমিটেডের ৩৩ লাখ ৮৪ হাজার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১১ লাখ ৯৭ হাজার, ফরচুন সুজ লিমিটেডের ১২ লাখ ১২ হাজার, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ১৮ লাখ ৪০ হাজার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৬৬ হাজার ও রেনউইক যজ্ঞেশ্বরের৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।