প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সম্পন্ন করা রানার অটোমোবাইলসের আগামী ২১ মে দেশের উভয় স্টক এক্সচেঞ্জের প্রকৌশল খাতে লেনদেন শুরু করবে। “এন” ক্যাটাগরি কোম্পানিটির ট্রেডিং কোড “RUNNERAUTO” ও ডিএসই কোম্পানি কোড-১৩২৪৬।

কিন্তু লেনদেন শুরু আগে প্রকাশিত তৃতীয় প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফায় ব্যাপক পতন হয়েছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’১৯) কোম্পানিটির মুনাফা কমেছে ০.৪১ টাকা।

জানা যায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ’১৯) শেষে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৭ টাকা। আগের বছরের একই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছিল ১১ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১.১৮ টাকা।

অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা কমেছে ৩ কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস কমেছে ০.৪১ টাকা।

এদিকে, ৩১ মার্চ ২০১৯ শেষে আইপিও পরবর্তী বেসিক ইপিএস হয়েছে ০.৬৭ টাকা।

তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৮ থেকে মার্চ’১৯) নয় মাসে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ৩.৫৮ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস হয়েছে ৩.৭১ টাকা।

অর্থাৎ তৃতীয় প্রান্তিক (জুলাই’১৮-মার্চ’১৯) শেষে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা কমেছে ১ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকা ও ইপিএস কমেছে ০.১৩ টাকা।

যদিও আইপিও পরবর্তী সময়ে বিগত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.১২ টাকা।

আইপিও পূর্বর্তী হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৬.৪২ টাকা। যদিও আইপিও পরবর্তী হিসাব অনুযায়ী ৩১ মার্চ ২০১৯ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৬.৯৫ টাকা।