ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বা টপটেন গেইনারের উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ২৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৬৬ টাকা দরে লেনদেন হয়। ৩৫ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৬ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা স্ট্যাইল ক্রাফটের দর বেড়েছে ৩৭ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৭২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। ৪৩ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৯ লাখ ২০ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর বেড়েছে ২৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। ২ কোটি ২৭ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৫ লাখ ৫৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মেট্রো স্পিনিংয়ের ২২ দশমিক ৬৪ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ২১ দশমিক ২১ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১৮ দশমিক ৯৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৭ দশমিক ৯১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ১৬ দশমিক ৫৯ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ১৬ দশমিক শূন্য ২ শতাংশ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ৩৫ শতাংশ দাম বেড়েছে।