পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেড তার অনুমোদিত মূলধন বাড়াবে। ২৯ অক্টোবর, মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে মূলধন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বৈঠকে কোম্পানিটির সহযোগী প্রতিষ্ঠান রেনাটা অনকোলজিকে রেনাটা লিমিটেডের সঙ্গে একীভুত করার (Merger) সিদ্ধান্ত হয়েছে কোম্পানির বোর্ড। শেয়ারহোল্ডারদের সম্মতি ও হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
জানা গেছে, বর্তমানে রেনাটা লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানির পরিচালনা পর্ষদ তা বাড়িয়ে ২৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মূলধন বাড়াতে হলে কোম্পানিটির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিক্যাল অব অ্যাসোসিয়েশনের কয়েকটি ধারায় পরিবর্তন আনতে হবে। আর তার জন্য লাগবে শেয়ারহোল্ডারদের সম্মতি।